By মুক্তি বার্তা
চৌগাছায় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদ চৌধূরীর পিতার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ১নং ফুলসারা ইউপির চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধূরীর পিতা বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম চৌধূরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন রাজনৈতিক মহলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ সহ আরো অনেকে। সাথে সাথে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান জনপ্রিয় অনলাইন মুক্তি বার্তা পরিবার।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের দূর্গাপুর দাখিল মাদ্রাসা মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক, চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব, পরিদর্শক………. নেতৃত্বে জেলা পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডা. নুর হোসেন,ডেপুটি কমান্ডার মাস্টার কিতাব আলীর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাগণ।
মরহুমের মৃত্যুতে শোক ও শোকাহত পপরিবারের প্রতি সমবেদনা জানাতে ও উক্ত জানাযায় উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদুল ইসলাম মিলন, যশোর ২ আসনের সাবেক সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মনিরুল ইসলাম মনির, যুগ্ম সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন, চৌগাছা উপজেলা চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমান, যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, পৌর মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাজান কবীর, উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সহিদুল ইসলাম, সহ-সভাপতি আলতাপ হোসেন, সিরাজুল ইসলাম রাজ, সাহালম সরকার, হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সাইফুর রহমান বাবুল, মাস্টার তারিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোলাইমান হোসেন, অবাইদুল ইসলাম সবুজ, হূমায়ূন কবীর সোহেল,
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও চৌগাছা প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাস মনি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবল শাহী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শফিকুজ্জামান রাজু, ছাত্রলীগ নেতা সাজ্জাদ মল্লিক, আব্দুল করিম, রুবেল হুসাইন, এইচ এম ফিরোজসহ রাজনৈতিক, শিক্ষক সমাজ, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উ
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম চৌধুরী দীর্ঘ একমাসের উপর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ঢাকাতে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল আনুমানিক ১১.১৫ মিনিট সময়ে আটাত্তর (৭৮) বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৫ মেয়ে সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মুবার্তা/এস/ই