আজঃ শনিবার ● ১২ই মাঘ ১৪৩১ ● ২৫শে জানুয়ারি ২০২৫ ● ২৪শে রজব ১৪৪৬ ● সকাল ৭:০১
শিরোনাম

By মুক্তি বার্তা

চৌগাছায় ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় উলামা মাশায়েখ পরিষদের ব্যানারে প্রিয়নবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র নির্মাণ ও প্রদর্শনের প্রতিবাদে ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজ শেষে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জুম্মার নামাজ শেষে নবী দরদী উলামা মাশায়েখরা চৌগাছা কামিল মাদরাসায় এসে জড়ো হতে থাকে। পরে কামিল মাদরাসা থেকে ফ্রান্স বিরোধী একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ভাস্কর্য মোড়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হন।

উলামা মাশায়েখ পরিষদের ব্যানারে ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রিয়নবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র নির্মাণ ও প্রদর্শনের বিরুদ্ধে চৌগাছা উপজেলা সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছির ও সমাবেশে অংশ নেন।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা উলামা মাশায়েখ পরিষদের সভাপতি ও চৌগাছা কামিল মাদরাসা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মাওলানা আলী আকবার সাহেব। এ বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন, জগদিশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চৌগাছা কামিল মাদরাসা আরবী প্রভাষক আব্দুর রহমান, পাশাপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পাশাপোল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও, আবু সাঈদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. মাহবুবুর রহমান,আব্দুর রহমান, আবু বক্কর, হাবিবুর রহমান প্রমুখ।
প্রভাষক আব্দুর রহমান বলেন, ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমাদের প্রিয় নবী করীম (সাঃ) এর ব্যঙ্গ কার্টুন প্রকাশ করে সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত দিয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে, যা চরম অসভ্যাতাকেও হার মানিয়েছে। এ ঘটনায় ফ্রান্সকে মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড না করার ব্যাপারে অঙ্গীকার করতে হবে।
মাওলানা আবু সাঈদ বলেন, মুসলমানরা প্রিয় নবী মুহাম্মদ (সাঃ) কে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। সারা বিশ্বসহ বাংলাদেশেও ইসলাম ও মহানবী (সাঃ) এর বিরুদ্ধে কুটুক্তি বন্ধে কঠোর শাস্তির আইন পাশ করতে হবে। ফ্রান্সের সাথে বাংলাদেশের সবরকম কুটনৈতিক সম্পর্ক ছিন্ন ও ফ্রান্সের সকল পণ্য ক্রয়-বিক্রয় বর্জন করতে হবে। অবিলম্বে ও আইসিতে ফ্রান্স ইস্যুতে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করতে পদক্ষেপ গ্রহণ করা।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন