আজঃ রবিবার ● ২৮শে আশ্বিন ১৪৩১ ● ১৩ই অক্টোবর ২০২৪ ● ৯ই রবিউস-সানি ১৪৪৬ ● সকাল ৭:৩১
শিরোনাম

Edit Byঃ মুক্তি বার্তা

কবিতা- “বৃষ্টি এলে”

কবি ও লেখক

বৃষ্টি এলে
        ⇒কেয়ন ইমরান
বৃষ্টি এলে বদ্ধ ঘরে
একাকী থাকি আমি,
জানালা দিয়ে তাকিয়ে বাইরে
দেখি অম্বর যামি।
অদূর বনে ঘন আঁধার
তাহার ভিতর দেখি,
ডানা ঝাপটানো এক পক্ষীর
অনাহার যেন ঋক্ষী।
মাঠে ধবলী বাধা আছে
ডাকিছে হাম্বা রবে,
মহাজন তাহার কোথা গেছে
ঢল গিয়েছে নেবে।
থই থই জলে টইটুম্বুর
ডুবিছে কলিমের বাড়ি,
মাঠ- ঘাট যেন নীলাম্বুর
জেগে নেই এককাড়ি।
কৃষাণ বধুয়া ধোঁয়া ঘরে
কৃষাণ র’ ল দহলিজে,
কৃষাণ মেয়ে কাঁথার তরে
দিনমণি গেছে পিজে।

কবি ও লেখক কেয়ন ইমরান

পাশের ডোবা- নালা থেকে উঠিছে
মৎস পুরীর মেয়ে,
সেথা হতে কেয়ন যাচ্ছে
খারইপূর্ণ কই- পুঁটি নিয়ে।
হঠাৎ দেখি ছাতা মাথায়
হাতে মুদির মাল,
ক্ষুধার তরে নিয়ে যায়
অতি কষ্টে কাঁধে চাল।
সকল লোকে কর্মবিহীন
থাকে বাদলের দিনে,
দরিদ্র বাসা কাটায় অনাহার জীবন
এমন মলিন দিনে।
অসহায় এই পল্লী জীবন
দেখ কি তা চেয়ে? 
তোমা কাছে এরা শ্রীহীন?
আজ শ্রী পেয়েছ, তব এদেরই অর্জিত ফসল পেয়ে।
মুবার্তা/এস/এ 

ফেসবুকে লাইক দিন