By মুক্তি বার্তা
লোহাগাড়ায় লাশ উদ্ধার হয়েছে অবসরপ্রাপ্ত পুলিশের
নড়াইলের লোহাগড়া উপজেলার গন্ডব গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ আজম মোল্যার (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৭টার দিকে পাশের বাহিরপাড়া বিলের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, আজম মোল্যা বুধবার (২৯ জুলাই) বিকেলে বাড়ি থেকে ঘুরতে বের হন। এরপর রাতে বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। এক পর্যায়ে বৃহস্পতিবার সকালে বাহিরপাড়া গ্রামবাসি বিলে কাজ করতে গিয়ে আজম মোল্যার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তবে এ ঘটনায় পরিবার এখনো কাউকে দায়ী করেনি।
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, ধানক্ষেত থেকে আজম মোল্যার মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরে আঘাতের চিহৃ দেখা যায়নি। হত্যা, নাকি অন্য কারণে আজম মোল্যার মৃত্যু হয়েছে; ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।