আজঃ বুধবার ● ২৭শে ভাদ্র ১৪৩১ ● ১১ই সেপ্টেম্বর ২০২৪ ● ৭ই রবিউল-আউয়াল ১৪৪৬ ● রাত ১১:৫৪
শিরোনাম

Edit By: মুক্তি বার্তা

ছড়া- “খোকনের ঘুম পাড়ানি”

প্রতিকি ছবি

খোকনের ঘুম পাড়ানি”

         ⇒কেয়ন ইমরান
শেখাব আজ তাঁরা গোনা।
আয় না মানিক আমার কোলে,
দেখ আকাশে চাঁদটা দোলে।
দুধ খাবে আমার সোনাই।
অশুভ ছায়া যাবে চলে।
জাদুর চোখে নামবে ঘুম,
মিষ্টি গালে দেব চুম।

কবি ও লেখক- কেয়ন ইমরান (ফাইল ফটো)

ফেসবুকে লাইক দিন