By: মুক্তি বার্তা
চৌগাছায় মুজিববর্ষ উপলক্ষে সোনালী ব্যাংকের তিনটি শাখায় সেবা মাসের উদ্বোধন
চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় মুজিববর্ষ উপলক্ষে সোনালী ব্যাংকের তিনটি শাখায় সেবা মাসের উদ্বোধন করা হয়েছে। সোমবার ব্যাংকের চৌগাছা, পুড়াপাড়া ও সলুয়া বাজার শাখায় পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেবা মাসের উদ্বোধন করা হয়।
সকাল নয়টায় চৌগাছা শাখার উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক ও সিনিয়র প্রোগ্রামার আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, চৌগাছা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, ব্যাংকের পিও জাহাঙ্গীর আলম, মোতাছি বিল্লাহ, সিনিয়র অফিসার রনি মিয়া, শাহীন জাবেদ, দেলোয়ার হোসেন, অফিসার জামসেদুর রহমান, চিরঞ্জিত সাহা, জিসিবি আদর্শ কলেজের অধ্যক্ষ আবু জাফর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহ-অধ্যাপক কামরুজ্জামান প্র
সলুয়া শাখার কার্যালয়ে শাখা ব্যবস্থাপক সালাউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী।
এছাড়া পুড়াপাড়া শাখায় সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোতা মিয়াসহ গণ্যমান্যদের উপস্থিতিতে ব্যাংকের সেবা মাসের উদ্বোধন করা হয়।
এসব অনুষ্ঠানে বক্তারা বলেন, সোনালী ব্যাংকের সেবা পেতে এখন আর গ্রাহকদের হয়রানির শিকার হতে হয়না। কর্পোরেট জগতের সাথে তাল মিলিয়ে ব্যাংকের সেবা আধুনিক করা হয়েছে। বক্তারা বলেন, সোনালী ব্যাংক রাষ্ট্রয়ত্ত সবচেয়ে বড় ব্যাংক। এই ব্যাংকের একাউন্ট খুলতে এখন আর ব্যাংকে যাওয়া লাগবেনা। ঘরে বসেই অনলাইনে সোনালী ব্যাংকের একাউন্ট খোলা যাবে। খুব শিঘ্রই এই সেবা গ্রাহক পর্যায়ে পৌছে যাবে।