আজঃ বুধবার ● ৪ঠা বৈশাখ ১৪৩১ ● ১৭ই এপ্রিল ২০২৪ ● ৭ই শাওয়াল ১৪৪৫ ● দুপুর ২:০৬
শিরোনাম

Byঃ মুক্তি বার্তা

চৌগাছায় যুবনারীদের অ-প্রাতিষ্ঠানিক সেলাই ও নকশীকরণ প্রশিক্ষণের উদ্বোধন

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় যুবনারীদের অ-প্রাতিষ্ঠানিক সেলাই ও নকশীকরণ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের মুক্তারপুর অর্পন-দর্পন পাঠাগারে ১৪ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কাজের উদ্বোধন করা হয়।

যুব উন্নয়ন অধিদফতরের যশোর জেলার উপ-পরিচালক শহীদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অর্পন-দর্পন পাঠাগারের সভাপতি প্রভাষক আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, প্রভাষক হারুন অর রশীদ, সাকিব ইসলাম, জহুরুল ইসলাম, সাহেব আলী প্রমুখ। উপজেলা যুব উন্নয়ন অফিসের তত্বাবধানে ১৪ দিনব্যাপী এই সেলাই ও নকশীকরণ প্রশিক্ষণে মোট ৩০ জন যুব নারী অংশগ্রহণ করছেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন