By মুক্তি বার্তা
সাবেক সেনা কর্মকর্তার নিহতের ঘটনায় ২০ পুলিশ সদস্য প্রত্যাহার
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান নিহতের ঘটনায় কক্সবাজারের বাহারছড়া ফাঁড়ির ইনচার্জসহ ২০ জনকে প্রত্যাহার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার বিকেলে জানান, তদন্তের স্বার্থে ফাঁড়ির ইনচার্জ লিয়াকতসহ ২০ সদস্যকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেয়া হয়েছে। এরআগে সকালে রাজধানীর ধানমণ্ডির নিজ বাসায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানান, সমন্বিত একটি কমিটি এ ঘটনা তদন্ত করছে। কমিটির রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
শুক্রবার রাতে বাহারছড়া মেরিন ড্রাইভে তল্লাশীর একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন সিনহা রাশেদ। অভিযোগ, জিজ্ঞাসাবাদ ছাড়াই তাকে গুলি করে হত্যা করা হয়।
তবে পুলিশের দাবি, আত্মরক্ষার্থে গুলি করা হয়েছে। নিহত রাশেদের বাড়ি যশোরে। তিনি তথ্যচিত্র নির্মাণের কাজে কক্সবাজারে গিয়েছিলেন বলে জানা গেছে