আজঃ মঙ্গলবার ● ১২ই অগ্রহায়ণ ১৪৩১ ● ২৬শে নভেম্বর ২০২৪ ● ২২শে জমাদিউল-আউয়াল ১৪৪৬ ● রাত ১:৫৭
শিরোনাম

By মুক্তি বার্তা

দেশে গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন

প্রতিকি ছবি

বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আর এই সময়ে নতুন করে আরও ১,৯১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একদিনে মোট ৭,৭১২ টি নমুনা পরীক্ষা করে আক্রান্তের এই সংখ্যা পাওয়া যায়।

সে হিসাবে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪.৮৭ শতাংশ। এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,২৩২ জনে। আর মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৪৪ হাজার ২০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।

এদিকে, বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৩৯ হাজার ৮৬০ জন সুস্থ হয়ে উঠেছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯৫৫ জন। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ৪৪ জন পুরুষ, আর নারী ৬ জন। ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ২৯ জন, চট্টগ্রামের ৫ জন, রাজশাহীর ৫ জন, খুলনার ৪ জন মংমনসিংহ ১ জন, রংপুর বিভাগে ৪ জন, সিলেট ও বরিশাল বিভাগে ১ জন করে মারা গেছেন।

৩১-৪০ বছর বয়সের মধ্যে- ৩ জন।

৪১-৫০ বছর বয়সের মধ্যে- ৬ জন।

৫১-৬০ বছর বয়সের মধ্যে- ১৭ জন।

৬১-৭০ বছর বয়সের মধ্যে- ১৮ জন।

৭১-৮০ বছর বয়সের মধ্যে- ৫ জন।

৮১-৯০ বছর বয়সের মধ্যে- ১ জন।

ফেসবুকে লাইক দিন