আজঃ সোমবার ● ২৫শে ভাদ্র ১৪৩১ ● ৯ই সেপ্টেম্বর ২০২৪ ● ৫ই রবিউল-আউয়াল ১৪৪৬ ● বিকাল ৫:০১
শিরোনাম

By: মুক্তি বার্তা

বানারীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় গোল্ডকাপ  ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭: পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন

ফাইল ছবি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭’র উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১ জুন  মঙ্গলবার বেলা ১১টায় বানারীপাড়া ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত এ খেলায় বানারীপাড়া সদর ইউনিয়ন একাদশকে ৩-০ গোলে হারিয়ে পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা ও পৌরসভার প্যানেল মেয়র প্রভাষক এমাম হোসেন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুমম রায় সুমন,বর্তমান সহ-সভাপতি অপূর্ব দত্ত অপু,যুবলীগ নেতা মহসিন রেজা,উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জোবায়ের আহম্মেদ রুথেন,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ। গাভা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল খেলা পরিচালনা করেন।

ফেসবুকে লাইক দিন