By মুক্তি বার্তা
বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান আর নেই
বিএনপি ভাইস চেয়ারম্যান ঢাকা জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গত রবিবার থেকে তিনি অসুস্থ্য হয়ে ঢাকার সাবেক এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গতকাল মঙ্গলবার রাত ৯টা ২০মিনিটে রাজধানীর ঐ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।
আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি এক কন্যা সন্তান রেখে গেছেন।