আজঃ বুধবার ● ২৫শে বৈশাখ ১৪৩১ ● ৮ই মে ২০২৪ ● ২৭শে শাওয়াল ১৪৪৫ ● ভোর ৫:৩৬
শিরোনাম

By মুক্তি বার্তা

চোরের ভিটা স্কুলটির নাম ‘আলোর ভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করার প্রস্তাব

অবশেষে নেত্রকোনার চোরের ভিটা স্কুলটির নাম ‘আলোর ভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করার প্রস্তাব পাঠানো হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে গত সোমবার এই প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানা গেছে।

আরো জানা যায়, সম্প্রতি গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছবি দেখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন। এ সময় স্কুলের নাম পরিবর্তনের দাবির বিষয়টি তাঁর নজরে আসে। পরে তিনি নেত্রকোনা প্রাথমিক শিক্ষা অফিসে ফোন করে বিস্তারিত জেনে নাম পরিবর্তনের প্রস্তাব পাঠানোর নির্দেশ দেন। মূলত তাঁর নির্দেশেই সোমবার প্রস্তাবটি পাঠানো হয়।

গ্রামবাসী জানায়, ১৯৯১ খ্রিষ্টাব্দে পূর্বধলার জারিয়া ইউনিয়নের চোরের ভিটা গ্রামে স্কুলটি প্রতিষ্ঠিত হয়।’

ফেসবুকে লাইক দিন