By: মুক্তি বার্তা
ঝিনাইদহের ছেলে রাতুলের বিকেএসপি’তে যোগদান
রানা আহম্মেদ অভিঃ
স্কুল ও আঞ্চলিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও ঝিনাইদহের শৈলকূপার কৃত্বি সন্তান মো. রাতুল হাসান বাংলাদেশে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর শিক্ষার্থী ও অ্যাথলেটিক্স খেলোয়াড় হিসেবে যোগদান করেছেন । বুধবার (১৫ সেপ্টেম্বর) যোগদানের পর তিনি এই তথ্য নিশ্চিত করেছেন ।
বিকেএসপি বিভিন্ন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন করোনা মহামারী ও বিভিন্ন কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিলো । শিক্ষা প্রতিষ্ঠানের অংশ হিসেবে বিকেএসপি তার বাহিরে সতন্ত্রভাবে প্রতিষ্ঠানটি চালু রাখতে পারিনি । দীর্ঘদিন পর নতুন করে চালু হওয়ায় সবার মাঝে আনন্দ বিরাজ করছে ।
রাতুলের বাবা জানান, সেই ছোটবেলা থেকে ছেলের ইচ্ছা ছিল একজন খেলোয়াড় হিসেবে দেশকে লিড দিবে । সে ২০১৯ সালে বাংলাদেশে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ব্যাপক কড়া প্রতিযোগিতার মাঝে হাজার হাজার মানুষের মাঝে নির্বাচন হয় । করোনাময় সময় প্রতিষ্ঠান খোলা না থাকলেও আঞ্চলিক অনেক খেলায় সে তার যোগ্যতা দেখিয়েছে । আমি আশা করি ভবিষ্যতে দেশকে সামনে দিকে নিয়ে যেতে অগ্রজ ভূমিকা পালন করবে ।
উল্লেখ্য, রাতুল ২০১৯ সালে নির্বাচন হওয়ার পর কিছুদিন যোগদান করেছিলেন রাতুল পরবর্তীতে বন্ধ হয়ে আবার খোলার পর প্রতিষ্ঠানিকভাবে যোগদান করেন ।