By: মুক্তি বার্তা
বাবুগঞ্জে ডিবির অভিযানে ৬শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আবুল গ্রেফতার
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশাল জেলা পুলিশ সুপার মো: মারুফ হোসেন পিপিএম’র নির্দেশনায় জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)’র একটি চৌকস টিমের অভিযানে বাবুগঞ্জ উপজেলার ভূতেরদিয়া গ্রাম থেকে আবুল হোসেন নামের এক র্শীষ মাদক ব্যবসায়ীকে ৬শ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। ২৪ সেপ্টেম্বর সকালে ডিবি পুলিশের এসআই মোঃ বেলায়েত হোসেন, এসআই মোঃ জিহান, এ এস আই মোঃ শাহাদাত হোসেন,কনস্টেবল মোঃ মশিউর রহমান, মোঃ আঃ আউয়াল ও মোঃ নুরে আলম এ অভিযানে অংশ নেন। পরে তাকে বাবুগঞ্জ থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। এ প্রসঙ্গে বরিশাল জেলার পুলিশ সুপার মো: মারুফ হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে দেশ। দেশের যুব সমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে অবস্থান নিয়ে প্রশাসন সহ সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।