আজঃ বুধবার ● ১৩ই চৈত্র ১৪৩০ ● ২৭শে মার্চ ২০২৪ ● ১৬ই রমযান ১৪৪৫ ● রাত ৯:১৯
শিরোনাম

By: মুক্তি বার্তা

উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলায় আহত ৩, মামলায় গ্রেফতার ৩

ফাইল ছবি

উজিরপুর প্রতিনিধি:
বরিশালের উজিরপুরের বড়াকোঠার লস্করপুর ৫নং ওয়ার্ডের সমিতির হাট (বার মাতবরের হাট) বাজার সংলগ্ন একটি বাড়ির নির্মান কাজে হামলার ঘটনায় ৩জন আহত হয়ে হাসপাতালে ভর্তি। হামলাকারীদের ৩জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। বাকি আসামীদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে বলে জানিয়েছে উজিরপুর মডেল থানার ওসি আলী আর্শাদ।
ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের থেকে জানা যায়, দীর্ঘদিন স্থানীয় মাসুম ঘরামী ও তার সহযোগীরা উজিরপুরের বড়াকোঠার লস্করপুর ৫নং ওয়ার্ডের সমিতির হাট বাজার সংলগ্ন রনি বেপারী রোলানের বসতবাড়ির জমি দখলের বিভিন্ন কুটকৌশল চালিয়ে আসছিলো। এ নিয়ে আদালতে মামলা মোকদ্দমা হয়। পরে রনি বেপারী রোলান তার পক্ষে মামলার রায় পায়। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে মাসুম ঘরামী ও তার সহযোগীরা। এরই ধারাবাহিকতায় সোমবার (৪ অক্টোবর) সকালে মাসুম ঘরামীর হুকুমে মোখলেছ ঘরামী সহ ১০-১২জন প্রথমে রনি বেপারীর নির্মানাধীন বাড়ির টিনসেড বেড়া ভাংচুর করে। পরে রোলান ও তার পরিবারের সদস্যরা এতে বাধা দিলে হামলাকারিরা দা, লোহার রড, কুড়াল, খোনতা নিয়া তাদের উপর হামলা করে ৩জনকে গুরুতর আহত করে। পরে আহতদের পক্ষ থেকে ৯৯৯ এ ফোন দিলে উজিরপুর মডেল থানার ওসি আলী আর্শাদের নেতৃত্বে একটি পুলিশি ফোর্স ঘটনাস্থলে পৌছে আহতদের চিকিৎসার জন্য উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন এবং হামলাকারীদের ৩জনকে তৎক্ষনাৎ গ্রেফতার করতে সক্ষম হন।
পরে রনি বেপারীর স্ত্রী খাদিজা বেগম বাদি হয়ে ৭জনের নাম উল্লেখ করে ৪/৫জন অজ্ঞাত নামা সহ উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা রুজু করে উজিরপুর মডেল থানা পুলিশ আসামীদের বরিশাল বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। গ্রেফতার হওয়া ৩জন আসামী হলেন মোখলেছ ঘরামী, নিলু ঘরামী ও রাকিব। উজিরপুর মডেল থানার ওসি আলী আর্শাদ জানান, ঘটনাস্থলে গিয়ে তারা ৩জন হামলাকারিকে গ্রেফতার করতে সক্ষম হন এবং বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
রনি বেপারী রোলান জানান, তারা দীর্ঘদিন যাবৎ এ বাড়িতে বসবাস করে আসছেন। কিন্তু ওরা আমাদের সাথে ঝামেলা করার পর আদালতে মামলা করি। মামলার রায় পাওয়ার পর স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার আমাদেরকে জমি মেপে বুঝাইয়া দেন।
বড়াকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. সহিদুল ইসলাম মৃধা জানান, রনি বেপারী রোলান দীর্ঘদিন যাবৎ উক্ত জমিতে বসতবাড়ি নির্মান করে ভোগ দখল করিয়া আসিতেছে। অভিযুক্ত ওই ব্যক্তি ও তার সহযোগীরা মসজিদ ও কবরস্থান নির্মানের নাম করে অবৈধভাবে উক্ত বসতবাড়ির জমি দখল করার পাঁয়তারা করছে।
এ ঘটনায় স্থানীয় আরও কয়েকটি ভুক্তভোগী পরিবার মাসুম ঘরামী ও তার সহযোগীদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে সহযোগীতার আবেদন করেন। এ বিষয়ে মাসুম ঘরামীর সাথে যোগাযোগের চেষ্টা করে তার কোন সন্ধান পাওয়া যায় নাই।

ফেসবুকে লাইক দিন