আজঃ শুক্রবার ● ১৩ই বৈশাখ ১৪৩১ ● ২৬শে এপ্রিল ২০২৪ ● ১৬ই শাওয়াল ১৪৪৫ ● সকাল ৯:২৪
শিরোনাম

ByBy: মুক্তি বার্তা

চৌগাছা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন শুক্রবার, কে হচ্ছেন সভাপতি সম্পাদক

ফাইল ছবি

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন আগামী কাল শুক্রবার বিকাল তিনটায় শহরের সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। সম্মেলনে স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নেতারা অতিথি হিসেবে থাকবেন।

এরই মধ্যে সম্মেলন উপলক্ষে সম্মেলন মাঠসহ সড়কগুলোতে নেতৃত্বে আসতে ইচ্ছুক নেতাদের সৌজন্যে নানা পোস্টার ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। সম্মেলনে অর্ধযুগ পর সংগঠনটির উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা হবে বলে জানা গেছে। নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক পদে আসার জন্য প্রায় এক ডজন নেতা বিভিন্নভাবে তদবির শুরু করেছেন। স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন নিয়ে গোটা চৌগাছায় কৌতুহল ছড়িয়েছে। কে হচ্ছেন আগামী দিনের চৌগাছা উপজেলা কমিটির সভাপতি আর কে হচ্ছেন সম্পাদক এই প্রশ্ন এখন উপজেলা জুড়ে।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতাদের সূত্রে জানা গেছে, চৌগাছা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সর্বশেষ আহবায়ক কমিটি দেয়া হয় ২০১৫ সালে। সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মরহুম আতিউর রহমানের ছোট ছেলে জিয়াউর রহমান রিন্টুকে আহবায়ক, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর সোহেল, উপজেলা যুবলীগের সদস্য ও সিংহঝুলী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিকসহ তিনজনকে যুগ্ম আহবায়ক করা হয় তখন। গত ছয় বছরে উপজেলায় আওয়ামী লীগ বা তাঁর অঙ্গসংগঠনগুলোর মধ্যে স্বেচ্ছাসেবকলীগেই শুধুমাত্র গ্রুপিং দেখা যায়নি।

নারায়নপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম বলেন, আগে উপজেলায় স্বেচ্ছাসেবকলীগের কমিটি থাকলেও অত গুরুত্বপূর্ণ ছিলনা। ২০১৫ সালে আহবায়ক কমিটি গঠনের পর ধীরে ধীরে সংগঠনটি উপজেলা আওয়ামী লীগের সবথেকে শক্তিশালী ও গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠনে পরিনত হয়েছে। এখন স্বেচ্ছাসেবকলীগ একটি সংগঠিত গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন। জাতীয় ও দলীয় সকল কর্মসূচিই উপজেলা স্বেচ্ছাসেবকলীগ গুরুত্বের সাথে পালন করে আসছে। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি রয়েছে। যে কারনে আগে যারা স্বেচ্ছাসেবকলীগ করতে চাইতেন না তাদের অনেকেই এখন স্বেচ্ছাসেবকলীগের পদে আসতে চাচ্ছেন।

সূত্র জানায়, উপজেলা কমিটির সভাপতি হিসেবে প্রায় সকলেরই প্রথম পছন্দ বর্তমান কমিটির আহবায়ক  এবং সিংহঝুলী ইউপির নিহত সাবেক ইউপি চেয়ারম্যান ও যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান মিন্টুর ছোটভাই জিয়াউর রহমান রিন্টু। তাঁর বিরুদ্ধে এখনও কেউ প্রার্থীতা ঘোষণা করেন নি। তবে সাধারণ সম্পাদক পদে চৌগাছা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবু সাঈদ মানিক, নারায়নপুর ইউনিয়ন সভাপতি মেজবাহ উদ্দিন ইটু, সম্পাদক ও চৌগাছা প্রেসক্লাবের সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, সুখপুকুরিয়া ইউনিয়ন সভাপতি আব্দুল হাকিম, ফুলসারা ইউপির সলুয়া ওয়ার্ডের ইউপি সদস্য উজ্জল হোসেন, উপজেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি ইব্রাহিম হোসেন, সহ-সভাপতি সাদেকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সম্পাদক ও সিংহঝুলি ইউপির নিহত চেয়ারম্যান আশরাফ হোসেন আশার সহোদর আশিকুর রহমানসহ প্রায় একডজন নেতা শুক্রবারের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রার্থী হচ্ছেন।

সাধারণ সম্পাদক প্রার্থী আবু সাঈদ মানিক বলেন, ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের সংগঠনের সাথে সম্পৃক্ত রখেছি। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের কমিটিতে ছিলাম। পরেও নানাভাবে আওয়ামীলীগের সাথে থেকেছি। নৌকার পক্ষে প্রতিটি নির্বাচনে ভুমিকা রেখেছি। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে উপজেলা কমিটিতে সম্পাদক প্রার্থী হয়েছি।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জিয়াউর রহমান রিন্টু বলেন, চৌগাছা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এখন একটি গুরুত্বপূর্ণ ইউনিট। আগে স্বেচ্ছাসেবকলীগ করতে না চাইলেও এখন অনেকেই সংগঠনটির নেতা হতে তদবীর করছেন। তিনি বলেন, চৌগাছা স্বেচ্ছাসেবকলীগ সবসময় ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী। তাই কোন কারনে বিতর্কিত বা অতীতে দলীয় প্রতীক নৌকার বিরোধিতা করেছেন এমন কাউকে সম্মেলনে প্রার্থী হতে দেয়া হবে না।

 

ফেসবুকে লাইক দিন