আজঃ মঙ্গলবার ● ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ ● ৩ ডিসেম্বর ২০২৪ ● ২৯শে জমাদিউল-আউয়াল ১৪৪৬ ● রাত ১:২৯
শিরোনাম

By মুক্তি বার্তা

নিজ মেয়েকে ধর্ষণের চেষ্টার অপরাধে বাবার বিরুদ্ধে মামলা

ধর্ষক বাবা- ফাইল ফটো

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিজ মেয়েকে ধর্ষণের চেষ্টার অপরাধে বাবার বিরুদ্ধে মামলা করেছে মেয়ে। বৃহস্পতিবার (৬ আগস্ট) থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে মেয়ে যার মামলা নং (১)। এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে জেলার ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের জ্যোতিন্দ্র নারায়ণ গ্রামে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা মো. চাঁদ মিয়া (৫০) পলাতক রয়েছেন।

তিনি ওই এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। এই ঘটনাটি এলাকায় প্রকাশ হওয়ায় ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম নেয়। ন্যাক্কারজনক ঘটনার অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে বিচারের দাবী জানিয়েছেন চাঁন মিয়ার স্ত্রী ও দুই ছেলে-মেয়েসহ এলাকার সচেতন মহল। মেয়েকে বাবা চাঁন মিয়া নির্মম নির্যাতন করায় গত দুই বছর ধরে তার স্বামী সব ধরণের যোগাযোগসহ শ্বশুরবাড়ীতে আসা-যাওয়াও বন্ধ হয়ে যায়।

লম্পট বাবার কারণে মেয়ের সুখের সংসার তছনছ হয়েছে। বিয়ের চার বছরে তার ঘরে একটা ফুটফুঠে ছেলে সন্তান হয়েছে। স্বামীর সংসারে ঠাঁই না পেয়ে সন্তান নিয়ে বাবার বাড়ীতে ঠাঁই মেলে। বাবার বাড়ীতে থাকায় লম্পট বাবা তার স্ত্রী ও ছোট ছেলের আড়ালে প্রায় সময় মেয়েকে ধর্ষণের চেষ্ঠা করতেন। গত ছয় মাস আগে বাড়ীতে কেউ না থাকায় লম্পট বাবা এক সন্তানের জননী (২২) তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েকে ধর্ষণ করা সময় হাতেনাতে ধরেন স্ত্রী ও তার ছেলে। সে সময় বিষয়টি গোপনে পারিবারিক ভাবে মিটিয়ে নেয়। কিন্তু লম্পট বাবার চরিত্র কোন ভাবেই পরিবর্তন আসেনি। সুযোগ পেলেই মেয়েকে নির্যাতনের চেষ্টা করতো।

গত ২৬ জুলাই দুপুরের খাওয়া শেষে রুমে শুয়ে পড়েন তার মেয়ে। এ অবস্থায় বাড়ীতে স্ত্রী ও ছেলে না থাকায় লম্পট বাবা আবারও মেয়ের রুমে ঢুকে জোড় পূর্বক ধর্ষণের চেষ্টা করে। মেয়ের আত্ম চিৎকারে মা ও ছোট ভাইসহ স্থানীয়রা ছুঁটে আসলে লম্পট চাঁদ মিয়া স্ত্রী সন্তানকে মেরে ফেলার হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যায়। বৃহস্পতিবার (৬ আগষ্ট) বাবার বিরুদ্ধে মেয়ে থানায় উপস্থিত হয়ে ধর্ষণের চেষ্টার অপরাধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। মেয়ে, স্ত্রী ও ছোট ছেলেসহ স্থানীয়রা এই ন্যাক্কারজনক ঘটনায় লম্পট চাঁদ মিয়াকে গ্রেফতার করে সঠিক বিচারের দাবি জানিয়েছেন।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এজাহার আলী জানান, এ ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে মেয়ে বাদী হয়ে অভিযুক্ত বাবার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। এই ন্যাক্কারজনক ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে বিচারের দাবী জানাচ্ছি। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়ে বাদী হয়ে বাবার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা দায়ের করেছেন। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন