By: মুক্তি বার্তা
চৌগাছায় শপথ পরবর্তী চেয়ারম্যান ও মেম্বরদের দোয়া ও কার্যভার গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছার ৪ নং ধূলিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বরদের দোয়া ও কার্যভার গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (৪ জানুয়ারী) সকাল ৯ টায় উপজেলার ধুলিয়ানী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে নব নির্বাচিত চেয়ারম্যান এসএম মোমিনুর রহমানের সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় উক্ত দোয়া ও কার্যভার গ্রহণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাধীন পরবর্তী ধূলিয়ানী ইউপির প্রথম নির্বাচিত চেয়ারম্যান ডাঃ আনোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল জলিল সরদারের সহধর্মিণী বেগম আনোয়ারা জলিল, সাবেক চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, সাবেক চেয়ারম্যান মরহুম এম মাহাবুবুল আশরাফ বাবলু সাহেবের সহধর্মিণী মোছাঃ গুলনাহার বেগম, সাবেক চেয়ারম্যান মরহুম নজরুল ইসলাম শান্তির সহধর্মিণী মোছাঃ মাজেদা বেগম, সাবেক চেয়ারম্যান মরহুম আতিয়ার রহমানের পিতা মোঃ জুল হোসেন মেম্বর, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মোঃ মহসিন আলী, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক এম এম মহব্বত আলী, মুক্তারপুর আমজামতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, কপোতাক্ষ প্রি ক্যাডেট স্কুলের শিক্ষক সামাউল ইসলাম, তরিকুল ইসলাম পৌর কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমানসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, বর্তমান ইউপি সদস্য, পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার মোহতামিম, বাজার কমিটি ও বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।