আজঃ রবিবার ● ২৯শে পৌষ ১৪৩১ ● ১২ই জানুয়ারি ২০২৫ ● ১১ই রজব ১৪৪৬ ● বিকাল ৫:০৬
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কোরআন শরীফ ও নগদ অর্থ প্রদান

ফাইল ছবি

রায়হান হোসেন, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় একটি সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন ”চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন” এর পক্ষ থেকে পাশাপোল হাফিজিয়া মাদ্রাসায় কোরআন শরীফ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারী) সংগঠনটির সহ-সভাপতি আলী রেজা রাজু ও তার সহযোগী মোঃ রাসেল হোসেন এর প্রচেষ্টায় ঢাকার একটি কোম্পানির আর্থিক সহযোগিতায় চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ১৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।এবং মাদ্রাসার ছাত্রদের মাঝে কোরআন শরীফ বিতরণ, ১ হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা প্রদান করা হয়েছে। এরপর বাড়ীয়ালী  হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ১৫ হাজার এবং বুড়িন্দিয়া  হাফেজিয়া মাদ্রাসায় আরও ১৫ হাজার টাকা উপহার দেওয়া হয়।
‘বিপন্ন মানবতার প্রবাসীর জয়’ এই স্লোগানকে সামনে রেখে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বখতিয়ার হোসেনের দিকনির্দেশনায় ও সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ-এর নেতৃত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আলী রেজা রাজু, আকরাম হোসেন, শাহীন কবির, সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত আলিফ,সুজন ইসলাম, উবায়েদ হুসাইন আল সামি, হাসিবুল হাসান শান্ত, মোঃ আবদুল্লাহ প্রমুখ।
চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানবতার কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন। এবং সবশেষে মাদ্রাসার ছাত্রদের সাথে সংগঠনের সদস্যরা মিষ্টিমুখ করেন।

ফেসবুকে লাইক দিন