By: মুক্তি বার্তা
উজিরপুরে কলেজ ছাত্রীর সঙ্গে আ. লীগ নেতা ইদ্রিস সরদারের অশ্লীল ফোনালাপ ফাঁস নিয়ে তোলপাড় !
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥ বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইদ্রিস সরদারের সঙ্গে এক কলেজ ছাত্রীর মোবাইলে অশ্লীল কথোপকথনের কল রেকর্ড ফাঁস হয়েছে। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ এলাকায় তোলপাড় চলছে। সম্প্রতি ফাঁস হওয়া ওই মোবাইল কল রেকর্ডিংয়ে আওয়ামী লীগ নেতা ইদ্রিস সরদার এক কলেজ ছাত্রীকে তার বন্ধুর খালি বাসায় নিজের স্ত্রীর মতো করে রাখা ও ভারতে ঘুরতে নেওয়ার প্রস্তাব দেন। আওয়ামী লীগ নেতার ২ মিনিট ৪৫ সেকেন্ডের ওই অশ্লীল ও কু-রুচিপূর্র্ণ অডিও ক্লিপসটি এখন সাতলাসহ উজিরপুরের বিভিন্ন ব্যক্তির মুঠোফোনে মুঠোফোনে ছড়িয়ে পড়েছে। এর পাশাপাশি বিষয়টি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়ে ভাইরাল হয়েছে । বিষয়টি নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন । অডিও ক্লিপস-এ দু’জনের কথোপকথনে শোনা যায়,ওই কলেজ ছাত্রী পোশাক কেনার জন্য মার্কেটে ছিলো। এসময় ইদ্রিস সরদার ওই কলেজ ছাত্রীকে ফোন দিয়ে তার বন্ধুর বাসা খালি থাকার কথা জানিয়ে তাকে আসার প্রস্তাব দেন। এমনকি তাকে ঢাকার বাসায় নিয়ে স্বামী-স্ত্রীর মতো থাকার প্রস্তাব দেন। ওই কলেজ ছাত্রী জানায় ২৭ মার্চ পর্যন্ত তার কলেজ বন্ধ তাই ২৯ তারিখের পর আসবে। এসময় তাকে নানা ধরণের অশ্লীল প্রস্তাব দেন ইদ্রিস সরদার। ওই ছাত্রীকে ভারতে ঘুরতে নেওয়ার প্রস্তাব দিলে সম্মতি জানিয়ে সে ইদ্রিস সরদারকে তার কাগজপত্র নেওয়ার জন্য বলেন। এছাড়া কলেজে যাওয়ার জন্য তার মায়ের দেওয়া গাড়ি ভাড়ার টাকা জমিয়ে ( কলেজে পায়ে হেটে যান ) সে শখের জামাকাপড় ক্রয় করে থাকে বলে কথোপকথনে ওই ছাত্রী বলেন। এ বিষয়ে উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস সরদার দাবি করেন আসন্ন ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলকে কেন্দ্র করে প্রতিপক্ষরা তাকে ঘায়েল করার জন্য ভয়েস এডিটিং করে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি তিনি জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অবহিত করেছেন। তিনি এ ব্যপারে আইনী পদক্ষেপ নেবেন। তবে এ বিষয়ে এখনও থানায় কোন সাধারণ ডায়েরী করেননি বলে জানান।