আজঃ বুধবার ● ১৮ই বৈশাখ ১৪৩১ ● ১লা মে ২০২৪ ● ২১শে শাওয়াল ১৪৪৫ ● সন্ধ্যা ৬:০৩
শিরোনাম

By মুক্তি বার্তা

কবিতা- “শান্তির ছবি”

কবি ও লেখক- ফাইল ফটো

শান্তির ছবি
কেয়ন ইমরান
আমিও লিখিব সেই কবিতা,
যেথায় থাকিবে গ্রামের ছবিটা।
বনানী ঘেরা পল্লী নগর,
সবুজ ঢেউয়ের অথৈ সায়র।
শস্য ভরা ফসলের মাঠ,
আঁকা-বাঁকা পল্লীর বাট।
রক্তিম আভায় প্রভাতী উদয়,
পাখির মিছিলে ঘুম ভাঙ্গায়।
ধেনু লইয়া রাখাল ছোঁটে,
কৃষক যায় ফসল ক্ষেতে।
কত কষ্টে ফসলের যতন,
দোল খায় শিল্পীর রতন।
পাকা ধানের গন্ধে আকুল,
একতারা হাতে গাহিতেছে বাউল।
নবান্ন লইয়া করে মাতামাতি,
আনন্দে সব করে ছুটাছুটি।
যশোর বিখ্যাত খেজুর রসে,
নাড়ীর টানে ছুটে এসে
পান করিয়াছি রস আমি কত,
কাঁপিয়াছি তখন দাদুর মতো।
আমার গ্রামের নাম ফতেপুর,
বাওড়ের ধারে কল্ কল্ সুর।
বটের তলায় ঈদগাহ মোদের,
গগনে চাঁদ উঠিলে ঈদের-
সেথায় জমায়েত হইয়া নামাজ
পড়িত সবাই দারুন সাজ।
খেলারও মাঠ আছে একটা,
বৈকাল বেলায় পূর্ণ সেটা।
করে সেথায় সবাই খেলা,
এমন করিয়া যায় বেলা।
সপ্তাহে দুই দিন বসে হাট,
নিত্য জিনিস কিনিয়া বাট
যায় কৃষক-বণিক-চাকুরীজীবী।
সব মিলাইয়া শান্তির ছবি।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন