আজঃ শনিবার ● ২৩শে ভাদ্র ১৪৩১ ● ৭ই সেপ্টেম্বর ২০২৪ ● ৩ রবিউল-আউয়াল ১৪৪৬ ● সকাল ৬:১৫
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু

চৌগাছা (যশোর)প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় বিদ্যুতায়িত হয়ে রফিকুল ইসলাম (৪৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ফুলসারা ইউনিয়নের ফুলসারা মানিকতলা পাড়ার হাবিবুর রহমান সরদারের ছেলে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গ্রামের মাঠে নিজের মোটরচালিত সেচ পাম্পে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার বেলা ১১টার দিকে গ্রামের মাঠে নিজের মোটরচালিত সেচ পাম্প দিয়ে ধান খেতে পানি দিতে যান। সেখানে বৈদ্যুতিক লাইনে সমস্যা দেখা দিলে নিজেই বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করার এক পর্যায়ে বিদ্যুতায়িত হয়ে পড়ে থাকেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে গ্রামের জনৈক সাকু গরুর জন্য ঘাস কাটতে যেয়ে সেচপাম্পের পাশে তাকে পড়ে থাকতে দেখে ডাক চিৎকার দেন। তখন গ্রামের অন্য কৃষকরা এসে তাকে উদ্ধার করে দেখেন তিনি মারা গেছেন। এ রিপোর্ট লেখার সময় বিকাল পৌনে চারটায় লাশটি মৃতের বাড়িতে দাফনের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছিলো।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফেসবুকে লাইক দিন