আজঃ বৃহস্পতিবার ● ২১শে ভাদ্র ১৪৩১ ● ৫ই সেপ্টেম্বর ২০২৪ ● ১লা রবিউল-আউয়াল ১৪৪৬ ● সন্ধ্যা ৭:১৬
শিরোনাম

By: মুক্তি বার্তা

টেকনাফে ইয়াবা ও বিয়ারসহ আটক ২

ফাইল ছবি

কায়সার হামিদ মানিক,কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফ থানাধীন লম্বাবিল এলাকায় অভিযান চালিয়ে ৭৬০ পিস ইয়াবা ও ১১৬ ক্যান বিদেশি বিয়ারসহ  দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন-কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড দক্ষিণ তারাবনিয়াছড়ার নুরুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (২৩) ও রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ছাগলিয়াকাটা এলাকার মো. সৈয়দ আহাম্মদের ছেলে মো. তারেক (১৯)। এছাড়া তাদের আটকের সময় একজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বুধবার দুপুরে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার রাতে র‌্যাব-১৫, কক্সবাজারের সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তিদের দেহ ও আশপাশ এলাকা তল্লাশি করে তাদের হেফাজত থেকে সর্বমোট ৭৬০ পিস ইয়াবা ও ১১৬ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক এবং পলাতক মাদক ব্যবসায়ীরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ক্রয় করে টেকনাফ ও কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মু/আ/বা

ফেসবুকে লাইক দিন