আজঃ মঙ্গলবার ● ১১ই আশ্বিন ১৪৩০ ● ২৬শে সেপ্টেম্বর ২০২৩ ● ১০ই রবিউল-আউয়াল ১৪৪৫ ● রাত ১০:১০
শিরোনাম

By: মুক্তি বার্তা

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের গুলাগুলি, যুবক নিহত

ফাইল ছবি

কায়সার হামিদ মানিক,কক্সবাজার। 
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসও দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যেই গোলাগুলির ঘটনায় এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০ ব্লক এইচ/৩২ এর ফজু মিয়ার ছেলে বশির উল্লাহ (৩৫)।
মঙ্গলবার (১৩ জুন) ভোর ৫টার দিকে ক্যাম্প-১০ এর এইচ/৩২ ব্লকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছেন, মঙ্গলবার ভোর ৫টার দিকে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১০ এর এইচ/৩২ ব্লকে আরসা ও আর এস ও সদস্যদের মধ্যে ১০/১২ রাউন্ড গুলিবিনিময় হয়। এতে বশির উল্লাহ (৩৫) নামের এক রোহিঙ্গা শরণার্থী মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ক্যাম্প ০৯ এর আই এম ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে বলে জানা গেছে।
উখিয়ার থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ভোরে রোহিঙ্গা ক্যাম্প দুই সন্ত্রাসী গ্রুপের মধো গোলাগুলির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন