আজঃ সোমবার ● ১৬ই বৈশাখ ১৪৩১ ● ২৯শে এপ্রিল ২০২৪ ● ১৯শে শাওয়াল ১৪৪৫ ● রাত ১১:৩০
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছার সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ সম্পন্ন

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ
 যশোরের চৌগাছার সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, ধূলিয়ানীতে কিশোরীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর, ২০২৩) সকাল সাড়ে এগারোটায় “উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে বাংলদেশ পল্লী উন্নয়ন বোর্ড, চৌগাছা উপজেলা শাখার উদ্যোগে বিদ্যালয়ের হলরুমে এই প্রশিক্ষণ এর আয়োজন করা হয়। দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়ের এই প্রশিক্ষণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম রফিকুজ্জামান, প্রকল্প কো অর্ডিনেটর মোঃ তারিকুল ইসলাম, ধূলিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মোমিনুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম মহব্বত আলীসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং কোমলমতি মেয়ে শিক্ষার্থীরা।
প্রশিক্ষণ শেষে বাংলদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

ফেসবুকে লাইক দিন