আজঃ সোমবার ● ২৫শে ভাদ্র ১৪৩১ ● ৯ই সেপ্টেম্বর ২০২৪ ● ৫ই রবিউল-আউয়াল ১৪৪৬ ● বিকাল ৫:০২
শিরোনাম

By: মুক্তি বার্তা

ইবিতে কর্মকর্তাদের আন্দোলন স্থগিত

ফাইল ছবি

রানা আহম্মেদ অভি, ইবি:
চাকরিতে বয়সবৃদ্ধি ও পোষ্য কোটায় ভর্তিতে শর্ত শিথিলসহ বিভিন্ন দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তাদের লাগাতার আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দাবি মানারা আশ্বাসে আজ রবিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সভাপতি এটিএম এমদাদুল আলম এ তথ্য জানান।
জানা যায়, গত ২ সেপ্টেম্বর থেকে ১৬ দফা দাবিতে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত লাগাতার আন্দোলনের অংশ হিসেবে কর্মবিরতি পালন করে যাচ্ছেন কর্মকর্তারা। যার কারণে স্থবির হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম।
বিশ্ববিদ্যালয় প্রসাশন সংশ্লিষ্টদের সাথে দফা দফায় সভা করে দাবি আদায়ের নীতিগত সিদ্ধান্ত নেয়। দাবিগুলোর আইনগতদিক যাচাই বাছাই করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন রেজিস্ট্রারকে নোট দেওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে কর্মকর্তা সমিতি লাগাতার আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেন।
কর্মকর্তাদের দাবিগুলো হলো, চাকরির বয়সসীমা ৬২ বছর করা, সেশন বেনিফিট বহাল, উপ-রেজিস্ট্রার মমতাজের চাকরি হতে অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার, পোষ্য কোটার ভর্তিতে শর্ত শিথিল, বিশ্ববিদ্যালয়ে কর্মরতাবস্থায় মৃত্যুজনিত কারণে পরিবারের যোগ্যতম ব্যক্তিকে চাকরি দিতে হবে।
এ বিষয়ে কর্মকর্তা সমিতির সভাপতি এটি এম এমদাদুল আলম বলেন, ‘আমাদের দাবি ন্যায্য দাবি আদায় করতে গিয়ে বিভিন্ন সময় আমরা হামলার স্বীকার হয়েছি। ঐক্যবদ্ধ থাকার কারণে কোন ষড়যন্ত্রকারীরা এই  আন্দোলনকে স্থবির করতে পারেনি। প্রশাসন বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক আমাদের দাবিগুলো নীরিক্ষা করতে দিয়েছিলো। বঙ্গবন্ধু পরিষদ আমাদেন দাবি সমর্থন করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছে দাবি মানা হবে।’

ফেসবুকে লাইক দিন