আজঃ রবিবার ● ১৭ই অগ্রহায়ণ ১৪৩১ ● ১লা ডিসেম্বর ২০২৪ ● ২৮শে জমাদিউল-আউয়াল ১৪৪৬ ● রাত ১১:৫৯
শিরোনাম

বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সন্ধ্যা নদীতে আওয়ামী লীগের বর্নাঢ্য নৌ-র‌্যালী

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল )প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য নৌ-র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর  শুক্রবার  বিকালে বানারীপাড়া ফেরীঘাট থেকে ৭৭টি ট্রলার নিয়ে সন্ধ্যা নদীতে নৌ র‌্যালী শুরু হয়ে নদীর উত্তর প্রান্তে উজিরপুর ও দক্ষিণ প্রান্তে স্বরূপকাঠি উপজেলার সীমান্ত পর্যন্ত গিয়ে পুনরায় ফেরীঘাটে এসে শেষ হয়।

নৌ-র‌্যালীতে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য মো. শাহে আলম,সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম মনি,বানারীপাড়া  উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুক, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,শেরে বাংলার দৌহিত্র আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য একে ফাইয়াজুল হক রাজু , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,সহ-সভাপতি ও চাখারের সাবেক ইউপি চেয়ারম্যান খিজির সরদার,সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী,সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা ও এটিএম মোস্তফা সরদার,সহ-সভাপতি ও সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান,সহ-সভাপতি ও ইলুহার ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম,সহ-সভাপতি ও চাখারের ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু,সহ-সভাপতি ও সাবেক সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু,যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ডু,অধ্যাপক আশরাফুল হাসান সুমন ও অধ্যাপক জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মামুন- উর- রশিদ স্বপন,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,কোষাধ্যক্ষ ও বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত, সৈয়দকাঠি ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা,সাবেক ইউপি চেয়ারম্যান আ.মন্নান মৃধা,দপ্তর সম্পাদক অধ্যাপক এমাম হোসেন,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজনিন হক মিনু, উপজেলা শ্রমিক লীগ সভাপতি শাহজাহান হাওলাদার,সাধারণ সম্পাদক মীর সুলতান হোসেন,উপজেলা কুষকলীগের যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন রানা ও কামরুল হাসান সেলিম,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান মামুন,সাধারণ সম্পাদক সুলতান সিকদার,উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লা,যুবলীগ নেতা মুন্তাকিম লস্কর কায়েস,মহসিন রেজা,সুমম রায় সুমন,তপু খান,পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি রুবিনা আক্তার,সাধারণ সম্পাদক লিমা আক্তার,উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মোল্লা,সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার,সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল,সাধারণ সম্পাদক সজল চৌধুরী,পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শফিক শাহিন,সাধারণ সম্পাদব ফয়েজ আহম্মেদ শাওনসহ উপজেলা,পৌর ও উপজেলার ৮ ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক জাতীয় পতাকা,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহর (মন্ত্রী) ছবি সংবলিত ব্যানার,ফেষ্টুন ও প্লাকার্ড হাতে নিয়ে অংশ নেন। এসময় নদীর দুই তীরে দাঁড়িয়ে শত শত মানুষ বর্ণাঢ্য নৌর‌্যালী উপভোগ করেন।
র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে ৭৭ পাউন্ডের কেক কাটা ও ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধুসহ সপরিবারে শাহাদাৎবরণকারীদের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা সংক্ষিপ্ত ব্ক্তব্য রাখেন।।
প্রসঙ্গত, শেরেবাংলার দৌহিত্র ও আওয়ামী লীগ নেতা একে ফাইয়াজুল হক রাজু দলীয় সভাপতি ও  প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে ব্যতিক্রমধর্মী এ বর্ণাঢ্য নৌ-র‌্যালীর আইডিয়া ও স্পন্সর করেন।

ফেসবুকে লাইক দিন