আজঃ সোমবার ● ২৫শে ভাদ্র ১৪৩১ ● ৯ই সেপ্টেম্বর ২০২৪ ● ৫ই রবিউল-আউয়াল ১৪৪৬ ● বিকাল ৫:০২
শিরোনাম

By: মুক্তি বার্তা

জন্মগত পঙ্গু-প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করলো ‘চৌগাছা পরিবার’

ফাইল ছবি

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুর ইউনিয়নের আড়পাড়া গ্রামের মোঃ সিরাজ গোল্দারের জন্মগত প্রতিবন্ধী ছেলে মোঃ সাকিবকে হুইল চেয়ার প্রদান করলো একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন, “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন”।

আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর ) বিকালে সংগঠনের নিবেদিত প্রাণ সদস্যগণ স্ব-শরীরে উপস্থিত থেকে পঙ্গু’কে এই হুইল চেয়ার প্রদান করা হয়েছে। জানা গেছে মোঃ সিরাজ গোল্দারের ছেলে জন্মগত প্রতিবন্ধী মোঃ সাকিব, জন্মের পর থেকেই বিছানায় শুয়ে থাকেন। তার বাবা নিজে একটা হুইলচেয়ার কেনার সক্ষমতা না থাকাই তিনি ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তার চলাফেরার সুবিধার্থে একটি হুইল চেয়ারের জন্য আবেদন করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী জনাব মোঃ বখতিয়ার হোসেনের দিক-নির্দেশনায় সংগঠনের সকল সদস্যের বিচার-বিবেচনায় সম্মতি হয়ে এই হুইল চেয়ার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মদ, জগদীশপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ কামরুল হাসান, জগদীশপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ রাকিব হোসেন, উপদেষ্টা মোঃ আবু জাফর বিশ্বাস, উপদেষ্টা মোঃ ইমরান নাজির, মোঃ শাহিন কবির, মোঃ রাকিব হোসেন, মোঃ মেহেদী, মোঃ শাকিল হোসেন, মোঃ শাওন হোসেন, মোঃ জুয়েল রানা, মোঃ নয়ন রহমান, মোঃ আছির উদ্দিন, মোঃ শাহরিয়ার নাফিজ, মোঃ সাগর হোসেন, মোঃ আবু হানিফ, মোঃ আবু সাঈদ, মোঃ ইয়াসির আরাফাত আলিফ, মোঃ রাজু আহম্মেদ, মোঃ সোহেল রানা, মোঃ মনিরুল ইসলাম, মোঃ আনোয়ার জাহিদ, দীপ্ত বিশ্বাস, মোঃ রিফাত হোসেন, মোঃ মোস্তফা, মোঃ শাহজিদ ইকন, মোঃ সাব্বির রহমান, মোঃ কামরুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম সহ স্থানীয় আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন। “বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।
——-

ফেসবুকে লাইক দিন