By: মুক্তি বার্তা
ইবিতে শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে খাবার বিতরণ
রানা আহম্মেদ অভি, ইবিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেল এর ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণিল আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল। যার অংশ হিসেবে হলের নিজস্ব অর্থায়নে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে খাবার বিতরণ করেন হল কর্তৃপক্ষ।
বুধবার (১৮ অক্টোবর) রাত ৭ টায় আবাসিক হলের ডাইনিংরুমে ২৯০জন শিক্ষার্থীদের মাঝে এই খাবার বিতরণ করা হয়।
শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মার নির্দেশনায় অফিসের কর্মকর্তা সজল কুমার অধিকারী ও আনিসুজ্জামান লিটন এই খাবার বিতরণ করেন।
এ বিষয়ে শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেল। তাঁর জন্মদিনে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের প্রভোস্ট হিসেবে এটাকে বর্ণিল ভাবে উদযাপন করার চেষ্টা করেছি। সেই অংশ হিসেবে হলের নিজস্ব অর্থায়নে এই খাবার বিতরণ করা হয়েছে। শুধুমাত্র আবাসিক শিক্ষার্থীরা এই খাবার পেয়েছে। ‘