আজঃ বৃহস্পতিবার ● ১২ই বৈশাখ ১৪৩১ ● ২৫শে এপ্রিল ২০২৪ ● ১৫ই শাওয়াল ১৪৪৫ ● রাত ১০:৫৮
শিরোনাম

By: মুক্তি বার্তা

আই-ইইই এক্সট্রিম প্রোগ্রামিং প্রতিযোগীতায় সারাদেশে সপ্তম ইসলামী বিশ্ববিদ্যালয়

ফাইল ছবি

রানা আহম্মেদ অভি, ইবি:
আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগীতা ‘আই-ইইই এক্সট্রিম’ এর ১৭তম আসরে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিংয়ে সপ্তম অবস্থান অধিকার করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। শনিবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের “টিম রংকোডার্স” ২৪ ঘন্টাব্যাপী এই প্রতিযোগীতায় অংশ নিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে ৭ম স্থান অধিকার করে। আই-ইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ সেকশনের ফেসবুক পেইজ থেকে ফলাফলটি প্রকাশিত হয়।
বিশ্ববিদ্যাালয়ের টিম রংকোডার্সের সদস্যরা হলেন, সাজ্জাদ হোসেন সৈকত, জুলফিকার আলী জীম ও সরকার তুহাসসিনুল অর্নব। তারা তিনজনই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তারা প্রতিযোগীতায় আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে অংশ নেন।
প্রথমবারের মতো প্রতিযোগীতাটিতে অংশ নিয়ে ভালো অর্জন করায় উচ্ছ্বাস ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। তারা পরবর্তী প্রতিযোগিতাগুলোতে তারা আরো ভালো ফলাফল অর্জন করতে আশাবাদী তারা।
উল্লেখ্য, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত ইন্সটিটিউট অব ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আই-ইইই) বিশ্বের ইঞ্জিনিয়ারদের সর্ববৃহৎ সংগঠন। সংগঠনটি ২০০৬ সাল থেকে প্রতিবছর ২৪ ঘন্টাব্যাপী প্রোগ্রামিং প্রতিযোগীতা আয়োজন করছে। এই বছর প্রতিযোগীতাটির ১৭তম আসর অনুষ্ঠিত হয়। সংগঠনটিতে প্রকৌশল পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ব্রাঞ্চের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। ২০১৯ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আই-ইইই স্টুডেন্ট ব্রাঞ্চ যাত্রা শুরু করে। একই বছর দেশসেরা উদীয়মান ব্রাঞ্চ হওয়ার গৌরব অর্জন করে আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চ।

ফেসবুকে লাইক দিন