By: মুক্তি বার্তা
চৌগাছায় ডাক্তার-নার্সদের মানববন্ধন
চৌগাছা প্রতিনিধিঃ
সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ অন্যান্য সেবাদানকারীদের উপর হামলা, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ এবং হাসপাতালের অ্যাম্বুলেন্স, জরুরী বিভাগসহ অন্যান্য স্থাপনা ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ও সেবাদানকারীরা।
সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ লুৎফুন্নাহার লাকি, হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. আল ইমরান, ডা. আকিব হোসেন, ডা. ইয়াসির আরাফাতসহ হাসপাতালে কর্মরত চিকিৎসক, পুরুষ ও নারী সেবাদানকারী, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে এই ন্যক্কারজনক হামলাকারিদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।