আজঃ বৃহস্পতিবার ● ১২ই বৈশাখ ১৪৩১ ● ২৫শে এপ্রিল ২০২৪ ● ১৫ই শাওয়াল ১৪৪৫ ● সন্ধ্যা ৬:৫৮
শিরোনাম

BY: মুক্তি বার্তা

সোমবার থেকে শুরু চৌগাছার ঐতিহ্যবাহী খেজুর গুড়ের মেলা, চলবে তিনদিন 

ফাইল ছবি

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

“স্বাদে সেরা, গন্ধে ভরা, খেজুর গুড়ে মনোহরা” এই স্লোগান সামনে রেখে যশোরের চৌগাছায় দ্বিতীয়বারের মতো  হতে চলেছে ঐতিহ্যবাহী সেই খেজুর গুড়ের মেলা। এ উপলক্ষে শনিবার (২৭ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রেস ব্রিফিং করেন উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা ও সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বক্তব্য রাখেন।

এসময় বক্তব্যে তারা বলেন, যশোর জেলার এই খেজুর রস ও গুড়ের ঐতিহ্য ধরে রাখতে দ্বিতীয়বারের মতো এই মেলার আয়োজন করা হয়েছে। আগামী ২৯ জানুয়ারি সোমবার থেকে ৩১ জানুয়ারি বুধবার পর্যন্ত চলবে তিনদিনব্যাপী এই মেলা। গতবারের ন্যায় এবারও এই উৎসবের অন্যতম আকর্ষন যশোর জনপদের ঐতিহ্যবাহী খেজুর গুড় উৎসব। উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হতে যাওয়া  এই মেলায় চৌগাছার সকল খেজুর গাছি, গুড়-পাটালি ব্যবসায়ী ও সাধারন জনগনের উপস্থিতি কামনা করেছেন প্রশাসন।

এসময় অনুষ্ঠানে চৌগাছা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত,দপ্তর সম্পাদক রোকনুজ্জামান সুমন, নির্বাহী সদস্য আজিজুর রহমানসহ,আব্দুল আলিম , রায়হান হোসেন, মারুফল হাসান, লাভলু রহমান, জাহিদ হাসান, ফয়সাল হোসেন স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন