BY: মুক্তি বার্তা
বানারীপাড়ায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনি
বরিশালের বানারীপাড়ায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ২৬ জানুয়ারি শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মোঃ মাইনুল ইসলামের নেতৃত্বে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের তালুকদার বাড়ীর সামনে থেকে ওই গ্রামের মোঃ সালাম তালুকদারের ছেলে মোঃ সাইদুল তালুকদার(২৫) ও মোঃ দেলোয়ার মৃধার ছেলে মোঃ সাব্বির হোসেন(৩০) মৃধাকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে প্রায় দুই কেজি পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। বানারীপাড়া থানার উপ-পরিদর্শক(এস আই) মোঃ আল-মামুন বাদী হয়ে থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। শনিবার তাদের বরিশাল জেলহাজতে পাঠানো হবে। এ প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ ( ওসি) মাইনুল ইসলাম জানান ’বানারীপাড়ায় মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি ঘোষনা করা হয়েছে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।