BY: মুক্তি বার্তা
ইবিতে উদীচীর ব্যবস্থাপনায় বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত
রানা আহম্মেদ অভি, ইবি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উদীচী শিল্পগোষ্ঠীর উদ্যোগে ‘চতুর্থ শিল্পবিপ্লব ও প্রযুক্তি সংস্কৃতি’ বিষয়ক স্মারক বক্তৃতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬নং কক্ষে খুলনা বিভাগীয় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি উদীচী শিল্পগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা মার্কসবাদী তাত্ত্বিক সাংবাদিক সাহিত্যিক রণেশ দাশগুপ্তের ১১৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এ স্মারক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় রণেশ চন্দ্রগুপ্তের জীবনী পাঠ করা হয়। সংশ্লিষ্ট চতুর্থ শিল্পবিপ্লব ও প্রযুক্তি সংস্কৃতি প্রবন্ধটি গবেষক ছিলেন কিশোরগঞ্জের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নুরুজ্জামান।
অনুষ্ঠানটি উদীচী খুলনা বিভাগীয় আহ্বায়ক সুখেন রয়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ, প্রচার ও তথ্য প্রযুক্তি সম্পাদক কংঙ্কন নাগ প্রমুখ।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মুঈদ রহমান, বাংলা বিভাগের অধ্যাপক ড. তপন কুমার রয়, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো: নুর উদ্দীন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ঝিনাইদহ জেলার সাধারণ সম্পাদক স্বপন কুমার বাগচি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক অভিনু কিবরিয়া ইসলাম, উদীচী চুয়াডাঙ্গা সংসদের সভাপতি হাবিবি রহমান রায়হান, উদীচী মাগুরা জেলা সংসদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, ঝিনাইদহ জেলা সভাপতি এম কে শরীফ, ইবি সংসদের আহ্বায়ক আর্য পাল প্রমুখ।