আজঃ সোমবার ● ৩ চৈত্র ১৪৩১ ● ১৭ই মার্চ ২০২৫ ● ১৬ই রমযান ১৪৪৬ ● দুপুর ১:৩২
শিরোনাম

By মুক্তি বার্তা

যশোর জেলা আইনজীবী সমিতির অফিসে ম্যানেজমেন্ট ও একাউন্টস অটোমেশন সিস্টেমের শুভ উদ্বোধন

প্রতিকি ছবি

এখন থেকে যশোর আইনজীবী সমিতির দৈনন্দিন কার্যক্রম পরিচালনা হবে সফটওয়ারের মাধ্যমে। একই সাথে লেনদেন সম্পর্কীয় সকল তথ্য আইনজীবীরা এস এম এস-এর মাধ্যমেই পেয়ে যাবে। এতে করে নির্ভুল, সময় সাশ্রয় ও সহজীকরণ হবে বলে দাবী করেছেন আইনজীবীরা। আনুষ্ঠানিক ভাবে রোববার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি এম ইদ্রিস আলী।
এ বিষয়ে সভপতি বলেন, ম্যানেজমেন্ট ও একাউন্টস অটোমেশন সিস্টেম সফটওয়্যারটি ব্যাবহারের ফলে আইনজীবী সমিতির কাজে গতি বাড়বে। একই সাথে জটিলতা কমে যাবে। প্রতিদিনের হিসেব এক ক্লিকেই উঠে আসবে। এর বাইরেও আইনজীবীরা যারা ওকালত নামা, জামিননামা, হাজিরা ফরম সহ বিভিন্ন ফরম যারা কেনেন তারা এস এম এসের মাধম্যে জানাতে পারবে। এতে করে জালিয়াতিও কমবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে অংশ নেন শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, অটোশেশন সিস্টেম সফটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান উৎসব টেকনোলজি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অজয় দত্ত। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন