আজঃ সোমবার ● ১৬ই বৈশাখ ১৪৩১ ● ২৯শে এপ্রিল ২০২৪ ● ১৮ই শাওয়াল ১৪৪৫ ● রাত ৩:৫২
শিরোনাম

By মুক্তি বার্তা

নির্বাচন যথানিয়মে চলবে নভেম্বর থেকে-(ইসি) সচিব

মহামারি করোনা কারণে চলতি বছরের নভেম্বর থেকে সব নির্বাচন যথানিয়মে অনুষ্ঠিত হবে। আর অক্টোবর মাস থেকে অনুষ্ঠিত হবে ঝুলে থাকা নির্বাচন।

সোমবার (১০ আগস্ট) বিকেলে নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর।

ইসি সচিব বলেন, করোনা ভাইরাসের মহামারির কারণে এখন অনেকগুলো স্থানীয় সরকারের নির্বাচন আটকে আছে। ঝুলে থাকা নির্বাচনগুলো অক্টোবর থেকে সম্পন্ন করা হবে। আর নভেম্বর থেকে কোনো ভোট আর স্থগিত করা হবে না। যখন যে নির্বাচন সামনে আসবে সেটা আয়োজন করে ফেলা হবে।

এখন স্থানীয় সরকারের দুই শতাধিক পদে নির্বাচন করার আছে ইসির। এছাড়া করতে হবে পাঁচটি সংসদীয় আসনের উপ-নির্বাচনও। করোনা মহামারির কারণকে ‘দৈব-দুর্বিপাক’ দেখিয়ে অনেকগুলো ভোট স্থগিত করেছে ইসি।

স্থানীয় সরকারের নির্বাচনগুলোর মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা এবং সিটি করপোরেশনের বিভিন্ন পদে নির্বাচন আটকে আছে। আর সংসদীয় আসনের মধ্যে ঢাকা-১৮, ঢাকা-৫, সিরাজগঞ্জ-১, পাবনা-৪ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচন করতে হবে। (সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম)

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন