আজঃ বৃহস্পতিবার ● ২৪শে মাঘ ১৪৩১ ● ৬ই ফেব্রুয়ারি ২০২৫ ● ৬ই শাবান ১৪৪৬ ● দুপুর ২:৩০
শিরোনাম

By মুক্তি বার্তা

চৌগাছা আওয়ামী লীগ নেতা বাবুল ও তার পরিবারের রোগমুক্তি কামনায় দোয়া

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম সাইফুর রহমান বাবুলসহ তার পরিবারের সকলের রোগমুক্তি কামনায় চৌগাছা পৌর এলাকার বিভিন্ন মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাত হয়েছে।
শুক্রবার পবিত্র জুম্মা নামাজ শেষে পৌর এলাকার প্রায় ৩০ টি মসজিদে পৌর আওয়ামী লীগের আয়োজনে এ দোয়া অনুষ্ঠিত হয়।
সম্প্রতি ১২ আগস্ট এস এম বাবুল ও তার সহধর্মিণী লিজা আক্তার করোনা পজিটিভ হিসেবে সনাক্ত হয়েছিলেন। বর্তমানে তারা দুজনেই নিজ বাড়িতে আইসোলেশনে আসেন। এছাড়া তার বাবা মাষ্টার এসএম আতিয়ার রহমান এবং মা আনোরা রহমানও শারীরিকভাবে অসুস্থ। উপজেলার এই পরিবারটি দীর্ঘ দিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এসএম আতিয়ার দীর্ঘ দিন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার চাচা মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এসএম হাবিব এর আগে চৌগাছা উপজেলা পরিষদের দুবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন