আজঃ শুক্রবার ● ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ ● ১৭ই মে ২০২৪ ● ৮ই জিলক্বদ ১৪৪৫ ● সকাল ৯:১৩
শিরোনাম

By মুক্তি বার্তা

কবিতা- বাঙালীর পিতা

ফাইল ছবি

বাঙ্গালীর পিতা
            কেয়ন ইমরান
সেই যে কবে!
এসেছিলে ভবে।
গিয়েছ চলে
স্মৃতিগুলো ফেলে।
তোমারই কারণে
গিয়েছিল রণে।
পরাধীনতার দিন
করিতে স্বাধীন।
জীবনের মায়া
হয়নি ছায়া।
অত্যাচারের শেষ
পেয়েছি বাংলাদেশ।
মার্চের সাত
শক্তিশালি হাত।
তুলিয়া মুঠি
এনেছিলে ভাতি।
করেছিলে সমর
তুমি অমর।
বাংলার মাটি
ধন্য ও খাঁটি।
তুমি নেতা
বাঙ্গালীর পিতা।
তুমি অম্লান
রইবে বহমান।
বাংলার সম্মান
তুমি মুজিবুর রহমান!
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন