আজঃ বুধবার ● ১লা জ্যৈষ্ঠ ১৪৩১ ● ১৫ই মে ২০২৪ ● ৬ই জিলক্বদ ১৪৪৫ ● রাত ৯:২৮
শিরোনাম

By মুক্তি বার্তা

এইচএসসি এবং জেএসসি-জেডিসি পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি- শিক্ষা সচিব

প্রতিকি ছবি

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, এইচএসসি এবং জেএসসি-জেডিসি পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। যখনই সিদ্ধান্ত হবে তা সবাইকে জানিয়ে দেয়া হবে। অন্যান্য পরীক্ষার ব্যাপারে আমাদের বিশেষজ্ঞারা যে পরামর্শ দিয়েছেন সেগুলো পর্যালোচনা করে উপযুক্ত সময়ে ঘোষণা করবো।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মাহবুব হোসেন।

মাহবুব হোসেন বলেন, এইচএসসি একটি পাবলিক পরীক্ষা। এর সঙ্গে আমাদের বিপুল সংখ্যক শিক্ষার্থীর জীবন জড়িত। আর পরীক্ষা গোপন কোনো সিদ্ধান্ত নয়। আমরা প্রকাশ্যে ঘোষণা করবো। অ্যাপ্রোপ্রিয়েট অথোরিটির অ্যাপ্রোভাল এবং অ্যাপ্রোপ্রিয়েট অথোরিটির দ্বারাই ঘোষণা করবো।

তিনি বলেন, এটা গুজব ছড়ানোর কোনো যৌক্তিকতা ও ভিত্তি থাকা উচিত না। এটা নিয়ে যদি গুজব ছড়িয়ে বিভ্রান্ত তৈরি করি; আমি বলবো- সমাজের প্রতি শিক্ষার্থীদের প্রতি যে দায়বদ্ধতা আছে সেটির বড় ধরনের ব্যত্যয়।

‘আমি অনুরোধ করবো, সরকারের তরফ থেকে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের তরফ থেকে কোনো সিদ্ধান্ত বা ঘোষণা না পাওয়া পর্যন্ত এ ধরনের কোনো গুজব বা কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে।’

মুবার্তা/এস/এ

ফেসবুকে লাইক দিন