আজঃ শনিবার ● ২১শে বৈশাখ ১৪৩১ ● ৪ঠা মে ২০২৪ ● ২৪শে শাওয়াল ১৪৪৫ ● রাত ৮:২১
শিরোনাম

By মুক্তি বার্তা

গ্যাস বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাসের তিনকর্মী ও একজন পথচারী অগ্নি দগ্ধ

ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ রোববার (২২ নভেম্বর) গ্রিন রোডে গ্যাসের লাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।

জানা গেছে, রাজধানীর পান্থপথ গ্রিন রোড এলাকায় গ্যাসের লাইন মেরামত করতে গিয়ে গ্যাস বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাসের তিনকর্মী ও পথচারী একজন রয়েছেন। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- আব্দুল্লাহ (৫৫), আজিম (৪০), রুহুল আমিন (৪০) এবং পথচারী জাফর (৩০)।

গ্যাসের লাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হওয়া চার জনের মধ্যে একজনের ২৭ শতাংশ এবং আরেক জনের ৩০ শতাংশ পুড়েছে। এই দুজন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

তিতাস গ্যাসের ধানমন্ডি জোনের টেকনিশিয়ান মির্জা রবিউল আলম বলেন, গ্যাসের লাইন লিকেজ মেরামত করতে ঘটনাস্থলে কর্মীরা যাওয়া মাত্র বিস্ফোরণের ঘটনা ঘটে। মাটির নিচে গ্যাসের লাইন কিভাবে যে লিকেজ হয়েছে তা এখনও জানা যায়নি। দগ্ধ হওয়া প্রত্যেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন