আজঃ শুক্রবার ● ২০শে বৈশাখ ১৪৩১ ● ৩ মে ২০২৪ ● ২৩শে শাওয়াল ১৪৪৫ ● রাত ১১:৫৭
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় ছেলের হাতে মা-বাবা ও প্রতিবেশীর হামলায় ৩ জন সহ আহত ৫ জন

ফাইল ছবি

চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পৃথক দুটি গোলযোগে ছেলের হাতে মা-বাবা ও প্রতিবেশীর হামলায় ৩ জন সহ আহত হয়েছেন ৫ জন।

বৃহস্পতিবার উপজেলার জগদিশপুর ইউনিয়নের মাড়–য়া গ্রামের ছেলের হাতে মা আলেয়া বেগম (৬০) ও বাবা ইউনুচ আলী (৭০) আহত হয়েছে। এ ঘটনায় আহত পিতা বাদী হয়ে চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত আলেয়া বেগম বলেন, বৃহস্পতিবার সকালে আমার ছেলের স্ত্রীর সাথে খড়ি নেওয়া নিয়ে গোলযোগ হয়। পরে দুপুরে ছেলে মাঠ থেকে বাড়ীতে আসলে তার স্ত্রী আমার বিরুদ্ধে ছেলের নিকট অভিযোগ দেয়। এ সময় সে গাছি দা দিয়ে আমাকে কুপিয়ে আহত করে। তার পিতা আমাকে বাঁচাতে ছুটে আসলে তাকেও পিটিয়ে মারাত্ম জখম করে। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে চৌগাছা সরকারি হাসপাতালে নিয়ে আসেন।

এ ব্যাপারে চৌগাছা সরকারি মডেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আসিফ রায়হান বলেন, আহত আলেয়া বেগমের মাথায় ও হাতে গভীর ক্ষত হয়েছে। এদিকে একই দিনে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের মুক্তারপুর গ্রামের মফিজুর রহমান (৪০), মাজিদুর রহমান (২৮) ও রোজিনা খাতুন (২২) নামে তিন জন আহত হয়েছেন। আহত রোজিনা খাতুন বলেন, গ্রামের প্রতিবেশী শিশুদের সাথে আমাদের বাড়ীর শিশুরা খেলা করছিল। এ সময় বাচ্ছাদের মধ্যে গোলযোগ হয়। তারা খেলা ছেড়ে যার যার বাড়ীতে চলে যায়। পরে আমাদের প্রতিবেশী নাজিম উদ্দীনের ছেলে ইসলাম হোসেন তার লোকজন নিয়ে আমাদের উপর হামলায় চালায়।

এ সময় তারা আমার শশুর, স্বামী ও আমাকে পিটিয়ে আহত করেন। পরে আমরা স্থানীয়দের সহযোগীতায় চৌগাছা সরকারি হাসপাতালে আসি। এখানে আমার শশুরের অবস্থার অবনতি হলে তাকে যশোর রেফার করা হয়েছে।এ ব্যাপারে চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব বলেন, ছেলের হাতে মা বাবা আহতর ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। আসামিকে আটকের জন্য অভিযান চলছে। অন্যকোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

মুক্তি বার্তা

ফেসবুকে লাইক দিন