আজঃ সোমবার ● ২৩শে বৈশাখ ১৪৩১ ● ৬ই মে ২০২৪ ● ২৫শে শাওয়াল ১৪৪৫ ● ভোর ৫:১৪
শিরোনাম

By: মুক্তি বার্তা

বানারীপাড়ায় একজন জাকির হোসেনের মানবিকতা…

ফাইল ছবি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন মানবতাবাদী একজন প্রকৃত সমাজসেবক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রশংসা কুড়িয়েছেন এলাকাবাসীর। কোভিড-১৯ প্রাণঘাতি নভেল করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে গত এক বছর তিনি ঝুঁকি নিয়ে রাত-দিন একাকার করে তার ইউনিয়নবাসীর পাশে দাঁড়িয়েছেন অকৃপনভাবে। সরকারি বরাদ্দ ও ব্যক্তিগত উদ্যোগে  প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন খাদ্য সামগ্রী। সুখ-দুঃখ নিয়েছেন ভাগাভাগী করে। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে গত প্রায় পাঁচ বছর তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালণ করে সুনাম কুড়িয়েছেন। সম্প্রতি ইউপি চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী রাহাদ আহম্মেদ ননী দেশে ফিরে আসায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে না থাকলেও প্যানেল চেয়ারম্যান হিসেবে তিনি এলাকাবাসীর সেবা করে যাচ্ছেন। প্রতি বছরের মতো এবারও তিনি তার নির্বাচনী এলাকা ২ নং ওয়ার্ডসহ এলাকার প্রায় ৫শতাধিক পরিবারের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করে নিয়েছেন ঈদ-শুভেচ্ছা উপহার দিয়ে। বৃহস্পতিবার ১৩ মে বিকেলে তিনি তার নিজ বাড়িতে বসে নিজ ওয়ার্ডসহ অন্য এলাকার প্রায় ৫শতাধিক পরিবারের মাঝে ঈদ-সামগ্রী উপহার বিতরণ করেন। তার দেওয়া উপহার সামগ্রীর মধ্যে রয়েছে মুরগি, পোলার চাউল, সেমাই, চিনি, দুধ, ডাল, আলু, পেয়াজ, তৈল প্রভৃতি। স্থানীয়ভাবে জানাগেছে তিনি গত প্রায় ৫ বছর উদয়কাঠি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব ন্যায়-নিষ্ঠার সাথে পালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দের ত্রাণ সামগ্রী যথাযথভাবে বন্টনসহ গ্রামীণ অব-কাঠামোকে শহুরের ন্যায় গড়ে তুলে এলাকাকে উন্নত-সমৃদ্ধ আলোকিত করেছেন। এ প্রসঙ্গে উদয়কাঠি ইউপির প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও এলাকার  প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার  সামগ্রী বিতরণ করেছি। সবার সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়ার আনন্দ অনুভূতিটা অন্যরকম। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা  প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক গুনাবলী থেকে পেয়েছেন বলেও জানান তিনি।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন