আজঃ মঙ্গলবার ● ১৭ই বৈশাখ ১৪৩১ ● ৩০শে এপ্রিল ২০২৪ ● ২০শে শাওয়াল ১৪৪৫ ● সকাল ৬:২৭
শিরোনাম

Byঃ মুক্তি বার্তা

জাতীয় যুব পুরুষ্কারের যোগ্য দাবীদার সফল যুব আত্নকর্মী ও উদ্যোগতা ফরিদ 

ফাইল ছবি

নান্দাইল সংবাদদাতা  :-   সরকারি চাকরির মতো সোনার হরিণের পিছনে বছরের পর বছর ছুটে বারংবার ব্যার্থ চেষ্টা করা ছেলেটি আজ সফল যুব উদ্যোগতা।

বলছিলাম ময়মনসিংহের নান্দাইল উপজেলার যুব আত্নকর্মী ও উদ্যোগক্তা ফরিদ মিয়ার (২৫) কথা।
ফরিদ নান্দাইল পৌরসদরের  ১ ওয়ার্ডের কাটলিপাড়া গ্রামের মৃত আঃ সোবহানের পুত্র।
খোঁজ নিয়ে জানা যায়  সে ২০১৩ সালে আলিম পাশ করে সৈনিক পদে দেশের সেবা করার প্রত্যায় নিয়ে  সেনাবাহিনী, পুলিশ, বিজিবি নিয়োগের একাধিক   মাঠে অংশ গ্রহন করে ব্যর্থ হয় সে।
 নিম্ন মধ্যবিত্ত পরিবারের ফরিদ একটি সরকারি  চাকুরির আশায় দিশেহারা হয়ে বেকার অবস্থায় নড়বড়ে চলছিল তার  জীবন।
ঠিক তখনি কোন মাধ্যমে  জানতে পারে, উপজেলায় যুব উন্নয়ন নামে একটি অফিস আছে সেখান থেকে প্রশিক্ষণ দেওয়া হয়। তড়িৎ গতিতে সে উপজেলা যুব উন্নয়ন অফিসের যোগাযোগ করে ২০১৩ শেষের দিকে ৮২ তম ব্যাচে ময়মনসিংহ সদরের শিকারীকান্দা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে সফলতার সহিত ত্রৈমাসিক প্রশিক্ষণ গ্রহণ করে।
প্রশিক্ষণ শেষে ছোট্ট ঔষধের দোকান দেয় সে,বছর খানেক পর দোকান থেকে উপর্যাতিত আয় দিয়ে ৩০ হাজার টাকা দিয়ে  একটি দেশী  গরু  ক্রয় করে  তা পালন শুরু করে। বছর ঘুরে আসতেই সেটি বাচ্চা দেয়। গাভীটি বিক্রি করে আরও দুটি দেশী গরু কিনে আনে সে।
এই দুটি গাভী থেকে আজ সে ভাগ্যর চাকা বদলে ফেলেছে।  এখন তার খামারে বিভিন্ন জাতের ১৫টি গরু রয়েছে যার আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা ।খামারের  নাম রেখেছে আল্লাহ ভরসা ক্যাটল ফার্ম।গরু গুলো দেখবালের জন্য রয়েছে একজন কর্মচারী। সব মিলিয়ে  পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে এখন তার সুখী পরিবার।
 ফরিদ মিয়া বলে যুব প্রশিক্ষণ তার ভাগ্যের চাকা ঘুরে দিয়েছে আমি সরকারি চাকরির ছেয়ে বেশি সুখী।আমার ইচ্ছা আছে  আগামী ২০২৪ সালের মধ্যে খামারের পরিধি বৃদ্ধি করে  ৫০ টি গরুতে উন্নীত করবো। যাতে  আরও চারজন লোকের কর্মক্ষেত্র তৈরি হয়।
 গরু ছাড়াও ফরিদ  এক জোড় কবুতর হতে বতর্মানে ৫০ জোড়া কবুতর তৈরি করেছে।বেশির ভাগ কবুতর প্রতি মাসে  বাচ্চা দেয়।  যাতে নিজের পরিবারের মাংসের চাহিদা মিটানোর পাশাপাশি বিয়ে বাড়ি সহ বিভিন্ন অনুষ্ঠানে সরবরাহ করে টাকা রোজগার করে সে।
এবিষয়ে নান্দাইল যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহমেদ বলেন,, ফরিদ একজন সফল আত্নকর্মী ও উদ্যোগতা। সে জাতীয় যুব পুরুষ্কারের জন্য আবেদন করলে আমরা যথাযথ সহযোগিতা করবো।

ফেসবুকে লাইক দিন