আজঃ বুধবার ● ২৫শে বৈশাখ ১৪৩১ ● ৮ই মে ২০২৪ ● ২৭শে শাওয়াল ১৪৪৫ ● রাত ৪:৪৪
শিরোনাম

By মুক্তি বার্তা

কবিতা – “একটি সূর্যের অপেক্ষায়”

কবি ও লেখক

একটি সূর্যের অপেক্ষায়
                 কেয়ন ইমরান
একটি সূর্যের অপেক্ষায়-
আর কত লাঞ্চিত হবে
বিশ্ব মাতৃকার অকুতোভয় বীর সন্তান।
কত হেনস্তার পুরস্কার পাবে,
এ জাতির তরে নেই সম্মান!
এ জগৎ ধ্বংস-
জাতি আজ অসহায়-নিপীড়িত,
সত্য পথের সন্ধানে সবাই উদগ্রীব।
কি হবে অজানায় ভীত,
আসবে কি ধরার বুকে শিব!
হিমঘরে জমা ভবিষ্যৎ-
পড়ে আছে অনাদরে-অযত্নে।
আলোর দিশারী হয়ে আসবে কে?
কাকে রাখব সেই প্রযত্নে!
ফিরাবে কে, জাতিকে ভবিষ্যতের বাঁকে!
মরিচা পড়া তেগ-
কে গ্রহণ করবে বজ্রমুষ্টিতে?
শত্রুর মস্তক ছেদন করার তরে
তেজ আছে কার অস্তিতে?
আনন্দ অশ্রুতে যাবে আঁখি ভরে।
পশ্চিম আকাশে গোধূলি-
সন্ধ্যার অবসানে কোথায় বীর?
ছুঁটিয়ে তাজি হবে শত্রুর মুখোমুখি,
জাতি চাই এমন শূর।
শান্তি পাবে কবে এই দুখী!
তেজোদীপ্ত একটি সূর্য-
ভাবি কৌলিন্য আছে অপেক্ষায়,
অসহায়ের আকাশে কবে দেবে উঁকি
দুখীর হবে সোনালী সূর্যোদয়।
পাবে কি বসার তরে চৌকি!
হে মৃত বিবেকরা-
জাগ্রত হও আজ অবেলায়।
ঝাণ্ডা ধরে এগিয়ে যাও সম্মুখে,
জাতি আজ খুব অসহায়।
আর কত লাঞ্চিত হবে অলখে!
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন