আজঃ শুক্রবার ● ১৭ই কার্তিক ১৪৩১ ● ১লা নভেম্বর ২০২৪ ● ২৮শে রবিউস-সানি ১৪৪৬ ● বিকাল ৩:৫০
শিরোনাম

By: মুক্তি বার্তা

বানারীপাড়ায় টমটম গাড়ি চাপায় বৃদ্ধার মৃত্যু

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥
বরিশালের-বানারীপাড়া সড়কের শিমুলতলা নামক স্থানে নিষিদ্ধ টমটম গাড়ি চাপায় সেলিনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মর্মান্তিক  মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বরিশাল থেকে বানারীপাড়া উপজেলার মাদারকাঠি গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রীবাহী বাসে এসে শিমুলতলা নামক স্থানে নেমে রাস্তা পারাপারের সময় টমটম গাড়ির চাপায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে পরে তাকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় এদিন রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। বুধবার সকাল ১০টায় খলিশাকোটা হাই স্কুল মাঠে জানাজা শেষে মাদারকাঠি গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি উপজেলার সলিয়াবাকপুর শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাকির হোসেন রতন খানের স্ত্রী ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের চাচাতো ভাইয়ের শাশুড়ি। এদিকে তার এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে বইছে শোকের মাতম।

ফেসবুকে লাইক দিন