আজঃ বৃহস্পতিবার ● ৯ই কার্তিক ১৪৩১ ● ২৪শে অক্টোবর ২০২৪ ● ২০শে রবিউস-সানি ১৪৪৬ ● সকাল ১১:১৬
শিরোনাম

By মুক্তি বার্তা

ওসি’র বাসভবনে জোয়ারের পানি

ফাইল ছবি

মঠবাড়িয়া থানার সামনের আঞ্চলিক মহা সড়কটিও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। পৌরসভার ৩নং ওয়ার্ডের শতাধিক পরিবারের ঘরের পোঁতা তলিয়ে গেছে। সাপলেজা ইউনিয়নের খেঁতাছিড়া গ্রামের তিনশত পরিবার পানি বন্ধি হয়ে পড়ার খবর পাওয়া গেছে। আজ সকালে স্থানীয় ইউপি সদস্য আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বড়মাছুয়া খাল সংলগ্ন বালু ব্যবসায়ীদের লক্ষ লক্ষ টাকার বালু ভেসে গেছে। বলেশ্বর উপকূলবর্তী এলাকায় মঠবাড়িয়া উপজেলায় ঘের ও পুকুর জোয়ারের পানিতে প্লাবিত হয়ে প্রায় অর্ধ কোটি টাকার মাছ ভেসে গেছে।

মঠবাড়িয়া থানার ওসির বাসভবন জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার ব্যাপারে পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস জানান, জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার বিষয়টি সাময়িক সমস্যা হলেও পরবর্তীতে যাতে প্লাবিত না হয় সে জন্য স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন