By মুক্তি বার্তা
চৌগাছায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের মৃধাপাড়া মহিলা কলেজ হলরুমে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জিয়াউর রহমান রিন্টুর সভাপতিত্বে এবং ছাত্রলীগ নেতা এইচএম ফিরোজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক বাবু সমীর কুন্ডু। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর সোহেল।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবির, যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলু, যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শেখ মোঃ ইব্রাহিম, চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা সঞ্চয় কান্তি পুলক, জুয়েল খান, আবু সাঈদ মানিক প্রমুখ।
মুবার্তা/এস/ই