আজঃ বুধবার ● ৫ই চৈত্র ১৪৩১ ● ১৯শে মার্চ ২০২৫ ● ১৮ই রমযান ১৪৪৬ ● সকাল ৭:৩৫
শিরোনাম

By মুক্তি বার্তা

ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আজ শনিবার তাদেরকে দিনাজপুরের ঘোড়াঘাট আমলি আদালত ৭ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসুর আদালতে হাজির করা হবে। দুই আসামি হলেন চকবামুনিয়া বিশ্বনাথপুর গ্রামের মৃত ফারাজ উদ্দিনের ছেলে রং মিস্ত্রি নবিরুল ইসলাম (৩৫) ও একই এলাকার খোকা চন্দ্রের ছেলে সান্টু চন্দ্র দাস (২৮)।

এর আগে তাদেরকে গতকাল শুক্রবার দিনগত রাত ১টা ৪০ মিনিটের দিকে ঘোড়াঘাট থানায় হস্তান্তর করে র‌্যাব। অন্যদিকে হামলার প্রধান আসামি আসাদুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আসাদুলের পরিবার সূত্রে জানা গেছে বেশ কয়েক দিন ধরেই তিনি জ্বর ও সর্দিতে ভোগছিলেন।

প্রসঙ্গত, গেল বুধবার (২ সেপ্টেম্বর) দিনগত রাতে ইউএনও ওয়াহিদার সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে ওয়াহিদা ও তার বাবার ওপর হামলা করে দুর্বৃত্তরা।

এ সময় ইউএনওর মাথায় গুরুতর আঘাত এবং তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরে ইউএনওকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) নিয়ে ভর্তি করা হয়। এরপর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় এনে রাজধানীর ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার সফল অস্ত্রোপচার  হয়।

মুবার্তা/এস/ই/আর

 

 

ফেসবুকে লাইক দিন