By মুক্তি বার্তা
শাহেদ ও স্বাস্থ্য অধিদপ্তরের আমিনুলসহ ৫ জনকে আসামি করে মামলার অনুমোদন
নিউজ ডেস্কঃ রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. শাহেদ ও স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার সাবেক পরিচালক আমিনুল ইসলামসহ ৫ জনকে আসামি করে মামলার অনুমোদন দিয়েছেন দুদক।
বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) এই অনুমোদন দেয়। তবে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদকে আসামি করা হয়নি।
গেল ৬ জুলাই করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে র্যাব উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায়। এরপর রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয়া হয়। ৭ জুলাই করোনা পরীক্ষা না করেই সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করে র্যাব।
১৫ জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে শাহেদকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারের পর হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় নিয়ে আসা হয়।
মুবার্তা/এস/ই