আজঃ শুক্রবার ● ১৩ই বৈশাখ ১৪৩১ ● ২৬শে এপ্রিল ২০২৪ ● ১৬ই শাওয়াল ১৪৪৫ ● দুপুর ১:৩৫
শিরোনাম

By মুক্তি বার্তা

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আনিসুল করিমের মত্যু

ফাইল ছবি

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধিঃ বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ আনিসুল করিমের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টা ৪৫ মিনিটে ঢাকার হার্ট ফাউন্ডেশনে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান জানান, বিএমপির ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ আনিসুল করিম গত ৮ নভেম্বর শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এ কারণে ১০ দিনের ছুটি নিয়ে তিনি ঢাকায় পরিবারের কাছে যান। সোমবার সকালে তাকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতাল এবং পরে আদাবরের একটি হাসপাতলে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা মোহাম্মদ আনিসুল করিমকে মৃত ঘোষণা করেন।

এর আগে আরও একবার তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন বলে পরিবারের বরাত দিয়ে পুলিশ কমিশনার জানিয়েছেন।
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আনিসুল করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

৩১তম বিসিএস ক্যাডারে পুলিশ বাহিনীতে যোগ দেন তিনি। স্ত্রীসহ ৩ বছর বয়সের এক ছেলে সন্তানের জনক তিনি। তার বাড়ি গাজীপুর সদরের বারুদা এলাকার মুসলিমাবাদ রোডে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন